Our academy offers innovative courses for your bright future
লক্ষ্য হোক দক্ষ হওয়া!
প্রতিযোগিতামূলক এই জব-মার্কেটে নিজের ক্যারিয়ারকে নিয়ে যান অনন্য উচ্চতায়। আপনার জন্য প্রয়োজনীয় সব ক্যাটাগরিই রয়েছে এখানে। বেছে নিন আপনার সবচেয়ে পছন্দের কোর্সটি।
আধুনিক বিশ্বে- থ্রিডি কার্টুন অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, থ্রিডি এনিমেশন এবং ভিএফএক্স শিখে ফ্রিল্যান্সিং সহ ফাইবার / আপ ওয়ার্ক এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ডিজাইন এন্ড ক্রিয়েটিভ সেকশন গুলোতে দক্ষতা অর্জন করে- Motion Graphics Design, 3D Animator, Creative Graphics Designer, Digital Film Maker, Cgi / VFX Artist- হিসেবে ক্যারিয়ার গড়ে তুলুন।
আমাদের সপ্ন বাংলাদেশে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দের স্কিল কে বাছাই করতে পারবে, সেটাতে এক্সপার্ট হয়ে উঠতে পারবে, এবং নিজের ক্যরিয়ারে তার স্কিল কে কাজে লাগিয়ে তার ক্যারিয়ার কে আরো সুন্দর করে তুলতে পারবে। আমরা চাই এদেশের প্রতিটা শিক্ষার্থীকে আধুনিক প্রযুক্তিতে রুপান্তর করতে এবং এদেশের বেকারত্যের হারকে কমিয়ে আনতে।
নিজের স্কিল কে ডেভেলপ করতে, ক্যারিয়ারে ভালো কিছু করতে এবং পাশাপাশি নতুন এক প্রযুক্তির বাংলাদেশ উপহার দিতে আজই যুক্ত হয়ে যাও অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অফ ভিসুয়াল ইফেক্টস এর সাথে ।